অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ভারী বৃষ্টির সম্ভাবনা কম, অপেক্ষা মাত্র ৬০ মিনিটের। মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টার সময় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। বাতাসে আদ্রতা বেশি থাকায় এই সময়ে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়।
খেলার সময় মিরপুরে বৃষ্টির সম্ভাবনা কতটুকু এই প্রশ্নের উত্তর খুঁজতে যোগাযোগ করা হয় আবহাওয়া অফিসে। আবহাওয়া অফিস বলছে, ঢাকার আজকের আদ্রতা সকালের দিকে ছিল ২৯ শতাংশ যেটি বিকেল নাগাত হতে পারে ৬৯ শতাংশের মত।
আদ্রতা বাড়লেও সন্ধ্যার পর সেটি আবার কমে আসতে পারে। আকাশে মেঘলা হবার সম্ভাবনাও থাকছে। তবে ভারী বৃষ্টি না হবার সম্ভাবনা বেশি৷
আবহাওয়া অফিস বলছে, সন্ধ্যার পর ঢাকার কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেটি বেশি সময় স্থায়ী হবে না৷ রাত দশটার দিকেও হতে পারে বৃষ্টি। আজ ঢাকায় সর্ব্বোচ্চ ৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আন্দাজ করা যাচ্ছে।
মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা অনেক উন্নত। যে কারণে হালকা বা মাঝারী বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই।