আইচের সেঞ্চুরিতে আফগানদের ২২৩ রানের লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ

0
2007

সিলেটে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে জয়ের জন্য আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলকে ২২৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল, দুর্দান্ত সেঞ্চরি পেয়েছেন টাইগার যুব দলের আইচ মোল্লাহ।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ তে এগিয়ে বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের, ৬ রানের মধ্যেই ফিরেন যান ওপেনার নওরোজ প্রান্তিক নাবিল ও খালিদ হাসান। দ্বিতীয় উইকেটে ৬১ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামলে নেন মফিজুল ইসলাম ও আইচ মোল্লাহ।

২৭ রান করে মফিজুল ইসলাম ফিরলেও একপাশ আগলে রেখে ব্যাট করতে থাকেন আইচ মোল্লাহ, চতুর্থ উইকেটে ৫৩ রান যোগ করেন, যেখানে মেহরানবের অবদান মাত্র ৭ রান। তাহজিবুল ইসলাম ১৮ রান করেন, বাংলাদেশ চ্যালেঞ্জিং পুঁজি পায় আইচ মোল্লাহ ও আব্দুল্লাহ আল মামুনের ৪৯ রানের জুটিতে।

যুব দলের হয়ে প্রথম সেঞ্চুরি পাওয়া আইচ মোল্লাহ ১২৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন, ৪৮ তম ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে ১৩০ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। বাংলাদেশ দল নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রানের সংগ্রহ পায়, আব্দুল্লাহ আল মামুন ২০ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।

আফগানিস্তানের হয়ে ফয়সাল খান আহমেদজাই ৩ উইকেট নেন, ১ টি করে উইকেট পেয়েছেন নাভিদ জাদরান, ইজহারুলহক নাভিদ ও ইজাজ আহমাদ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ২২২/৬ (মফিজুল ইসলাম ২৭, আইচ মোল্লাহ ১০৮, তাহজিবুল ইসলাম ১৮, আব্দুল্লাহ আল মামুন ৩২*, ফয়সাল খান আহমেদজাই ৩/৩৯)।