আইপিএল কি স্থগিত হয়ে যাচ্ছে!

0
2365

কলকাতা নাইট রাইডার্স বরুন চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিওর এর দুজন খেলোয়াড় এবং চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ বালাজি সহ তিন জন টিম ষ্টাফ ইতিমধ্যে কভিড সনাক্ত হয়েছেন। বালাজি সনাক্ত হবার আগে টিম ডাগআউটে ছিলেন এবং তার সাথে দলের খেলোয়াড়রা তো ছিলেন ই সুতরাং তারাও ঝুঁকিতে রয়েছেন। কলকাতা নাইট রাইডার্স এর দুইজন খেলোয়াড় পজেটিভ হবার কারনে আজকের খেলা ইতিমধ্যে স্থগিত হয়ে গিয়েছে। কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে এই ২০২১ এর আইপিএল!

আমরা এ বছরের গোড়ার দিকে দেখেছি পিএসএল এর কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবার পরে বিভিন্ন দলের বেশ কিছু সদস্য কভিড পজেটিভ হয়। যার কারনে পিএসএল কর্তৃপক্ষ বাধ্য হয়েছিলেন টুর্নামেন্ট স্থগিত করার জন্য। আবার সামনের মাস থেকে শুরু হতে যাচ্ছে পিএসএল। তো আইপিএল এর ভাগ্যে কি ঠিক একই পরিনতি অপেক্ষা করছে নাকি এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে তারা!