আজ আব্দুর রাজ্জাকের জন্মদিন

0
42278

২০০৯-১০ সাল!
উইকেটের পেছন থেকে প্রায়ই শোনা যেত মুশফিকুর রহিমের, “লালা, লালা!” বলে চিৎকার। বোলারকে উৎসাহ দিতেই তার ওই চিৎকার। আর সেই বোলারের নাম ছিল রাজ। যিনি আব্দুর রাজ্জাক নামেই বহুল আলোচিত।

১৯৮২ সালের ১৫ই জুন খুলনায় জন্মগ্রহণ করেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। আজকে তার আটত্রিশতম জন্মদিন। শুভ জন্মদিন “লালা!” । তার এই জন্মদিনে তার রেকর্ডবইয়ের পাতাগুলো একবার উল্টানো যাক-

১) প্রথম বাংলাদেশি হিসেবে ওডিআইতে ২০০ উইকেটের মাইলফলক অর্জন করেন তিনি।

২) প্রথম বাংলাদেশি হিসেবে ওডিয়াইতে ১৫০ উইকেট শিকার করেন তিনি।

৩) বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বোলার হিসেবে স্পর্শ করেছন ৬০০ উইকেটের মাইলফলক।

৪) প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০, ৫০০ ও ৬০০তম উইকেট শিকারি প্রথম বাংলাদেশি বোলার তিনি।

৫) লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০তম উইকেট শিকারি প্রথম বাংলাদেশি বোলার তিনি।

৬) লিস্ট এ ক্রিকেটে ২০০, ৩০০ তম উইকেট শিকারি প্রথম বাংলাদেশি তিনি।

৭) ওডিআই ক্রিকেটে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি (২০৭ উইকেট)।

৮) আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি ( ৪৪টি)।

৯)ওডিআইতে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ব্যাটসম্যানকে আউট করেছেন ৫৭ বার। এলবিডব্লিউর মাধ্যমে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলারদের তালিকায় আছেন ৭ নম্বরে এবং বাংলাদেশের মধ্যে প্রথম!

১০) তিন ফরম্যাট মিলিয়ে এলবিডব্লিউর ফাঁদে ফেলে উইকেট শিকার করেছেন ৮২টি। সব ফরম্যাট মিলিয়ে এলবিডব্লিউর মাধ্যমে সর্বোচ্চ উইকেট নেওয়া বিশ্বের ৩৭তম বোলার তিনি, বাংলাদেশি হিসেবে দ্বিতীয়।

১১) বিশ্বের প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে করেছেন হ্যাট্রিক।

১২) ক্রিকেট ইতিহাসের মাত্র দ্বিতীয় স্পিনার হিসেবে করেছেন হ্যাট্রিক।

১৩) দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওডিআই ক্রিকেটে করেছেন হ্যাট্রিক।

১৪) প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি (৬৩৪ টি)।

১৫) লিস্ট এ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪১২ টি উইকেটের মালিক তিনি।

১৬) টি-টুয়েন্টি ক্রিকেটে চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে একশ উইকেট শিকারের মাইলফলকের সামনে দাঁড়িয়ে তিনি (৯৯ টি)।

১৭) বিশ্বের ত্রিশতম বোলার হিসেবে ওডিআইতে দ্রুততম ১৫০ উইকেট শিকারের (১১০ ম্যাচে) মাইলফলক তার দখলে।

১৮)ওয়ানডে ক্রিকেটে বিশ্বের ১৬তম বোলার হিসেবে ২০০তম উইকেট শিকারের (১৪১ ম্যাচে) মাইলফলক স্পর্শ করেন তিনি।

১৯) প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশি হিসেবে এক ইনিংসে সেরা বোলিং ফিগারের রেকর্ড তার দখলে ( ৯-৮৪) ।

২০) কোনো বাংলাদেশি হিসেবে লিস্ট এ ক্রিকেটে সেরা বোলিং ফিগারের অধিকারী তিনি (৭-১৭) ।

২১) ওয়ানডে ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের সাথে যৌথভাবে দ্রুততম অর্ধশতকের মালিক তিনি (২১ বল)।

২২) বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে দীর্ঘতম (১১৬ মি.) ছক্কা মারার রেকর্ড তার দখলে।

শুভ জন্মদিন আব্দুর রাজ্জাক রাজ! ?

লেখকঃ আসিফ আফনান পিয়াল