আবারো লাকসাম নাইট রাউডার্সকে হারালো লালমাই ক্রিকেট হকার

0
2667

জয়ের দ্বারা অব্যাহত রেখেছে ক্রিকেট হকার লালমাই জোন।
১৬ ওভারের খেলায় টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লাকসাম নাইট রাইডার্স। ইনিংসের ১ম ওভারেই রনির বলে রাজু এবং পলাশ কে আউট এর মাধ্যমে শুভ সূচনা করে। ২ য় ওভারে রাজুকে হাসান সাজঘরে ফেরালেও ৪র্থ উইকেট জুটিতে বিনদ এবং ইউসুফ খানকে ৪৪ রানের উপর ভিত্তি করে বড় স্কোর করার ইঙ্গিত দেন। কিন্তু ক্রিকেট হকার লালমাই জোনের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬ ওভারে সব উইকেট হারিয়ে ১১৮ রান করতে সক্ষম হয় লাকসাম নাইট রাইডার্স। সর্বোচ্চ ৩৮ রান করে ইউসুফ এবং বিনদ করে ২৫। ৩ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট লাভ করে রনি এবং দুই উইকেট করে লাভ করে যথাক্রমে নাজমুল ও হাসান।

১১৯ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে লাকসাম নাইট রাইডার্স এর বোলিং তোপে পড়ে ক্রিকেট হকার লালমাই জোন। এক প্রান্তে ব্যাটসম্যান দের যাওয়া আসা হলেও অপর প্রান্তে নির্ভরযোগ্য ব্যাটসম্যান সামিম আগলিয়ে রাখেন।
শামিমের হার না মানা ৬৮ রানের উপর ভিত্তি করে দুই ওভার এবং ৩ উইকেটে জয় লাভ করে ক্রিকেট হকার লালমাই জোন। ৩ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট লাভ করে পলাশ এবং দুই উইকেট করে লাভ করে যথাক্রমে মিলন,গাদ্দাপি।
৪১ বলে ৭ সিক্স এবং ৩ চারের সাহায্যে ৬৮* রান করে ম্যান অব দ্যা ম্যাচ লাভ করে শামিম ইকবাল।