উদ্বোধন হলো ক্রিকেট হকারের অফিশিয়াল ওয়েবসাইট

0
8911

২০২০ সালের ১৪ই জুলাই, ফেসবুকের মাধ্যমে
আবির্ভাব হয় ক্রিকেট হকারের।
এবার ক্রিকেট হকার পদার্পণ করছে নতুন পথচলায়।
ফেসবুক থেকে ক্রিকেট হকার পৌছে গিয়েছে ওয়েবপোর্টালে।
www.crickethawker.com ” বাংলাদেশের একটি বেসরকারি অনলাইন স্পোর্টস নিউজ ওয়েবসাইট।
২০২০ সালের ১৬ই জুলাই অফিসিয়ালি পথচলা শুরু করে করছে।

ক্রিকেটের বাইরেও খেলাধুলার নানা খবর নিয়ে নিয়মিতই কার্যক্রম থাকবে ক্রিকেট হকারে । খেলাধুলার নিত্যনতুন খবর, জানা-অজানা সব তথ্য জানতে চোখ রাখুন ক্রিকেট হকারে।