২০১৬ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালের শেষ অভারের ৪ বলে ৪ ছক্কা কোন ক্রিকেটপ্রেমীরই অজানা নয়।
শেষ ওভারে ক্যারিবীয়দের প্রয়োজন ছিল ১৯ রান।
শেষ ওভারে বল হাতে বেন স্টোকস,ব্যাটহাত ব্র্যাথওয়েট। স্টোকসের করা প্রথম চার বলেই টানা চারটি ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ এনে দেন ব্র্যাথওয়েট।
ইডেন গার্ডেনে শেষ ওভারে ব্র্যাথওয়েটের ছক্কা বৃষ্টিতে বিশ্বকাপ স্বপ্ন ধূলিসাৎ হয় ইংলিশদের।
চলমান টি-২০ ব্লাস্টে ২৬শে জুনের ডারহ্যাম বনাম বার্মিংহ্যামের ম্যাচে ব্র্যাথওয়েটের ওভারে ২টি ছক্কা ও একটি বাউন্ডারিতে ১৬ রান তোলেন স্টোকস।
যদিও ম্যাচ জিতেছে ব্রাথওয়েটের দলই।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্টোকস-ব্র্যাথওয়েটের সেই অভারের ভিডিওটি। এটিকে অনেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ হিসেবে দেখেছেন।