কুশল মেন্ডিসের জামিনে মুক্তি

0
2174

গতকাল ভোর রাতে কলম্বোর ঠিক দক্ষিণে পানাদুরায় কুশল মেন্ডিসের গাড়িতে ৬৪ বছর বয়স্ক এক বৃদ্ধকে গাড়ি চাপা দেয়। ঐ ঘটনায় গতকাল ই তাকে গ্রেফতার করা হয়েছিল। প্রথমেই মদপ্য অবস্থায় গাড়ি চালানোর দায় হতে অব্যহতি দেয়া হয়। আজ  একদিন পর কুশাল মেন্ডিসকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

পানাদুরা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সোমবার ৬ জুলাই ১০ লক্ষ শ্রীলঙ্কার রূপির দুটি জামিন বন্ডের বিনিময়ে মেন্ডিসের জামিন মঞ্জুর করেছেন। ক্ষতিগ্রস্থ পরিবারকে আরো ১০ লক্ষ রুপি ক্ষতিপূরণ বাবদ প্রদানের আদেশ দিয়েছেন।

যদিও তার ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে আদালত স্থগিত করেছে, পরবর্তী শুনানির দিন ২৯ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।