ক্রিকেট হকার কর্তৃক আয়োজন হয় PGHS CRIC-FEST 2020 টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান মোট ৯ টি দল অংশগ্রহণ করে। দলগুলি তিনটি গ্রুপে ভাগ হয়ে একে অপরের বিপরিতে খেলায় অংশগ্রহণ করেন। তিনটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নরা আগামীকাল প্লে-অফে একেঅপরের মুখোমুখি হবে।
প্লে- অফে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল প্রথমে মুখমুখি হবে। যে দল জয়লাভ করবে তারা সরাসরি ফাইনালে উন্নিত হবে। পরাজিত দল পয়েন্ট তালিকায় থাকা ৩য় দলের সাথে খেলেবে। এবং এই খেলার বিজয়ী দল ফাইনালে উন্নিত হবে।
প্লে-অফের কোলিফাই করা দলগুলোকে হল –
১নং কোলিফাইয়ার ২০১৪ ব্যাচ
২নং কোয়ালিফাইয়ার ২০১৮ ব্যাচ
৩নং কোয়ালিফাইয়ার (৯৩-০৩) সিনিয়র ব্যাচ।
এ সকল ব্যাচ সহ আরো অনেক প্রাক্তন ব্যাচের অংশগ্রহণে দারুন এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক দিন পর যেখানে আত্মার বাঁধন জড়িত সেই স্কুলের সহপাঠী এবং সিনিয়র ও জুনিয়রদের এক মিলনমেলার সৃষ্টি হয়। আগামীকাল এই টি-টেন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের সার্বিক আয়োজন ও পরিচালনায় ছিল ক্রিকেট হকার পিরোজপুর জোন। পিরোজপুরে ফেরিওয়ালারা অত্যন্ত আনন্দিত এই আয়োজনে নিজেদের যুক্ত করতে পেরে।