পিসিআর টেস্টে টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটার মিলিয়ে ইংল্যান্ডের ৭ জনের করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
তাই আগের স্কোয়াডের সকলকেই আইসোলেশনে রাখা হয়েছে এবং নতুন করে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষনা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
নতুন দলের অধিনায়ক করা হয়েছে বেন স্টোকসকে। এই দলে রয়েছে অনভিষিক্ত ৯জন ক্রিকেটার।
৮ই জুলাই কার্ডিফে শুরু হবে এই ওয়ানডে সিরিজ।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দলঃ
বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক বল, ড্যানি ব্রিগস, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, লুইস গ্রেগরি, টম হেলম, উইল জ্যাকস, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ম্যাট পার্কিনসন, ডেভিড পেইন, ফিল সল্ট, জন সিম্পসন ও জেমস ভিন্স।