নতুন রূপে মাহি

0
1657

বরাবর ই আলোচনায় থাকতে নিজেকে আলোচনায় রাখতে পছন্দ করেন ধোনী। আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবেনা ভারতীয় সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনীকে। তবে কোটি ভক্তদের থেকে দুরে থাকেন না তিনি। নতুন নতুন কাজ আর ফ্যাশনে তিনি বারবার চমকে দেন ভক্তদের । এবার ভিন্ন স্টাইলে চুল দাড়ি কেটে চমকে দিয়েছেন ধোনী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করা হয় যেখানে নতুন লুক দেখা যায় ধোনীকে। বিখ্যাত স্টাইল বিশেষজ্ঞ আলিম হাকিমের সান্নিধ্যে এসে নিজের চুল দাড়ি নতুন ধরন আনেন ধোনী।