ফিফা র‍্যাংকিংয়ে পেছালো বাংলাদেশ

0
1047

র‍্যাংকিংয়ে অবনতি বাংলাদেশের গত জুনে কাতারে বিশ্বকাপ বাছাইপর্বের সময় বাংলাদেশের অবস্থান ১৮৪ তে থাকলেও আগষ্টের নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে ১৮৮তে নেমে গেছে জামাল ভুইয়ারা।

নেপালের ত্রিদেশীয় ফুটবল সিরিজে এক ম্যাচ জিতলেও ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের একটি তে ড্র এবং বাকি দুটিতেই হেরেছিল বাংলাদেশ। যার প্রভাব পড়েছে আগষ্ট মাসের র‍্যাংকিংয়ে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ফিফা র‍্যাংকিংয়ে যথারীতি সবার থেকে এগিয়ে ভারত। বাংলাদেশের প্রতিবেশী দেশটির র‍্যাংকিং ১০৫। মালদ্বীপ আছে ১৫৮তম স্থানে। নেপালের র‍্যাংকিং ১৬৮।

বিশ্ব ফুটবলে র‍্যাংকিংয়ের শীর্ষেই আছে বেলজিয়াম। কোপার ফাইনালে হারলেও দুই নাম্বারে উঠে এসেছে ব্রাজিল। এদিকে ইউরো জিতে সাত থেকে পাঁচে উঠে এসেছে ইতালি। পরিবর্তন হয়েছে কোপা জয়ী আর্জেন্টিনারও, আট থেকে ছয়ে উঠে এসেছে লিওনেল মেসিরা।