ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ একাদশে নেই অভিষেকের অপেক্ষায় থাকা প্লেয়ারদের মধ্যে কেউ।
তিন জাতি ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। কিরগিজস্তানের স্পারতাক স্টেডিয়াম বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের একাদশে জায়গা হয়নি অভিষেকের অপেক্ষায় থাকা চার তরূন ফুটবলারের। এছাড়া বিশ্রাম দেয়া হয়েছে টানা ম্যাচ খেলা গোলকিপার আনিসুর রহমান জিকোকে। জিকোর পরিবর্তে গোল বার সামলাবেন অভিজ্ঞ কিপার শহিদুল আলম সোহেল।
দীর্ঘ দিন পর জাতীয় দলের জার্সি গায়ে নামবে ডিফেন্ডার রেজাউল করিম। ৫ জন ডিফেন্ডার নিয়ে একাদশ সাজিয়েছেন জেমি ডে। দুই উইঙ্গে খেলবেন রাকিব হোসেন ও সাদ উদ্দিন। মাঝ মাঠ সামলাবেন অধিনায়ক জামাল ভুঁইয়া, সোহেল রানা।
বাংলাদেশ একাদশঃ
গোলকিপারঃ
শহিদুল আলম সোহেল
ডিফেন্ডারঃ
তপু বর্মন, রেজাউল করিম, তারিক কাজী, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ
মিডফিল্ডারঃ
জামাল ভুঁইয়া (অধিনায়ক), সোহেল রানা
ফরোয়ার্ডঃ,রাকিব হোসেন, সাদ উদ্দিন, মতিন মিয়া