বাংলাদেশের শ্রীলংকা সফর হতে পারে অক্টোবরে!

0
2405

বিসিবি এবং এসএলসির আলোচনা যদি ঠিক হয় তবে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে স্থগিত হওয়া তিন ম্যাচ টেস্ট সিরিজ অক্টোবরে পুননির্ধারণ হতে পারে।
এই টেস্ট সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
মূলত জুলাই-আগস্ট মাসে নির্ধারিত করা ছিল, কিন্তু করোনা মহামারির কারনে স্থগিত করা হয়।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন ” আইসিসির আগামী তিন বছরে তিনটি বিশ্বকাপের ঘোষনার ফলে আগামী মাসগুলাতে স্থগিত সকল সিরিজের সময় নির্ধারণ করতে চায়। সেই তালিকায় শ্রীলংকা সিরিজ প্রথমে।”

তিনি আরো বলেন যে দুইটি বোর্ডই এই বছর টেস্ট সিরিজ আয়োজনে আগ্রহী।

তিনি ক্রিকইনফোকে বলেন “এই বছরের শেষের দিকে টেস্ট সিরিজ এগিয়ে যাওয়ার বিষয়ে উভয় বোর্ডই ইতিবাচক। আমরা এসএলসির সাথে আলোচনা করছি। এই মুহূর্তে শ্রীলঙ্কা অন্য উপ-মহাদেশের যে কোনও দেশের তুলনায় উন্নত অবস্থানে রয়েছে। যেহেতু পরিস্থিতি এখানে অনুকূল নয়, আমরা বিদেশের ম্যাচগুলিতে আরও আগ্রহী। “