অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরে আসছে অষ্ট্রেলিয়া ক্রিকেট দল।
এই সফরে তারা বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি২০ সিরিজ খেলবে।
এই পাঁচটি ম্যাচ সাত দিনের মধ্যে সম্পন্ন হবে।
২৯শে জুলাই অজিদের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। এরপর তিনদিন কোয়ারান্টাইনে থাকবে পুরো দল। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াতে পারে ২রা আগস্ট। যা শেষ হবে ৮ আগস্ট। মাত্র সাত দিনের ব্যবধানে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।
ম্যাচগুলির একমাত্র ভেন্যু থাকবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
এক সপ্তাহের মধ্যে ৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলা হলে তা খেলোয়াড়দের ফিটনেসে নিশ্চই প্রভাব পরবে। তাই এই স্বল্প সময়ের ব্যাবধানে এতগুলো ম্যাচ খেলা কতটা যৌক্তিক সেটা আপনারা অনুমান করে নিন।
বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার চূড়ান্ত স্কোয়াডঃ
অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জস হ্যাজেলউড, ময়সেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড এবং অ্যাডাম জাম্পা।