বিশ্বের চতুর্থ স্পিনার হিসেবে অনন্য কীর্তি গরলেন সাকিব আল হাসান

0
2009

সাকিব আল হাসান দ্যা পোস্টার বয় অফ বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম। অভিষেকের পর থেকেই লাল সবুজের জার্সি গায়ে একের পর কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার ২০১৫ সালে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব পাওয়ার পর যেনো বেড়েই চলেছে তার অর্জন। প্রতিনিয়ত দূর্দান্ত সব রেকর্ডের গড়ে নাম লিখিয়েছেন। সেই ধারাবাহিকতায় যেন অব্যাহত রাখতে পছন্দ করেন বাহাতি এই স্পিনার‌। গতকাল (শুক্রবার) আবারও রেকর্ড বইয়ের একাধিক পাতায় নিজের নাম জুড়ে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

টেস্ট এবং টি-টোয়েন্টি সংস্করণে আগে থেকেই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন সাকিব আল হাসান। একই সাথে তিন ফরম্যাট মিলিয়েও বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটিও তার দখলেই। এখন মাশরাফি বিন মুর্তজাকে ছাপিয়ে টাইগারদের হয়ে ওয়ানডেতেও সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি নিজের করে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে উইকেট সাকিবের। ওয়ানডেতে টপ-অর্ডার ব্যাটসম্যানকে আউট করেছেন ১০০ বার, ওয়ানডেতে ম্যাচ জয়ের সংখ্যা ১০০ টি।

স্বীকৃতি ক্রিকেটের ৩১ তম

লিস্ট ‘এ’ ক্রিকেটের ৪র্থ

আন্তর্জাতিক ক্রিকেটের ২২ তম

ওয়ানডে ক্রিকেটের ৩য় ফাইফার সাকিবের খাতায়।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব

ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ২২ বার 

ইনিংসে চার উইকেট নিয়েছেন ২১ বার

আন্তর্জাতিক ক্রিকেটে এখন থেকে একজন ক্রিকেটারও নেই যার ‘রান-উইকেট’ দুটো একত্রে সাকিবের চেয়ে বেশি।

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ১৩৪ তম, বিদেশের মাঠে ৫৪ তম, প্রতিপক্ষের মাঠে ২৯ তম জয়।

আন্তর্জাতিক ক্রিকেটের ১৮১ তম, বিদেশের মাঠে ৭৪ তম, প্রতিপক্ষের মাঠে ৪৪ তম জয়।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ার দিনে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন সুপার সাকিব। মুত্তিয়া মুরালিধরন, শহীদ আফ্রিদি এবং অনিল কুম্বলের পর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে মাত্র

চতুর্থ স্পিনার হিসেবে শুক্রবার ১০০ টপ অর্ডার ব্যাটসম্যানকে (১-৩) আউট করার কীর্তি গড়েছেন সাকিব আল হাসান।

গতকাল সবমিলিয়ে ৯.৫ ওভার বল করে ৩ মেইডেন সহ মাত্র ৩০ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন সাকিব।

ওয়ানডেতে স্পিনার হিসেবে সর্বাধিক টপ অর্ডার ব্যাটারের (১-৩) উইকেট:

উইকেট – বোলার- শতকরা হিসাব)

১৩০- মুত্তিয়া মুরালিধরন – ২৪.৩৪%

১১১- শহীদ আফ্রিদি – ২৮.১%

১০৩- অনিল কুম্বলে -৩০.৫৬%

১০০- সাকিব আল হাসান – ৩৬.৯৪%

৯৭- হরভজন সিং – ৩৬.০৬%।

এখানেই থেমে থাকবেন বিশ্বসেরা নাকি পরের ম্যাচে আবার অনন্য কীর্তি গড়েবেন দেখার অপেক্ষায় আছে ক্রিয়া প্রেমীরা।