বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে উইকেটের সেঞ্চুরি এবং ১০০০ রানের কীর্তি গড়লেন সাকিব

0
859

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে অ্যাশটন টার্নারকে আউট করে এই রেকর্ড গড়েন তিনি।
গতকাল ম্যাচ খেলতে নামার আগে ৯৮ উইকেট ছিল সাকিব আল হাসানের, আগেই ১ হাজার রান ছিল তার নামের পাশে। বোলিং আক্রমণে এসেই ম্যাথু ওয়েড ও পরের ওভারে অ্যাশটন টার্নারকে ফিরিয়ে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব।
বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লাসিথ মালিঙ্গার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট পূর্ণ করেন সাকিব আল হাসান, এই মাইলফলক স্পর্শ করার পথে নিউজিল্যান্ড পেসার টিম সাউদিকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও বনে গেছেন টাইগার এই অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু আগে সাকিব আল হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৯ ম্যাচে পেয়েছিলেন ৯৫ উইকেট, ভক্ত-সমর্থকদের আশা ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজিদের বিপক্ষে খুব সহজেই ৫ উইকেট তুলে নিয়ে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন সাকিব।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী:

১৷ লাসিথ মালিঙ্গা – ১০৭
২৷ সাকিব আল হাসান – ১০২
৩৷ টিম সাউদি – ৯৮
৪৷ শহিদ আফ্রিদি – ৯৮
৫৷ রশিদ খান – ৯৫