মইন আলী ইংল্যান্ড ওডিআই দলের নতুন সহধিনায়ক

0
2253

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ৩০ তারিখ থেকে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে মইন আলীকে ইয়েন ইংল্যান্ড দলের ডেপুটি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নিয়মিত অধিনায়ক ইয়েন মর্গান এই দলের নেতৃত্বে থাকবেন কিন্তু নিয়মিত সহঅধিনায়ক জস বাটলার চলমান ওয়েষ্ট ইন্ডিজের সাথে টেষ্ট সিরিজের কারণে এই সিরিজে অংশ নিচ্ছেন না। জৈব সুরক্ষার প্রটোকল হিসেবে উভয় স্কোয়াড ভিন্ন রাখা হয়েছে।

২০১৯ আইসিসি ওয়ার্ল্ড কাপ চলাকালীন মইন আলী তার শততম ওয়ানডে খেলে ফেলেন যদিও অফ ফর্মের কারনে এক ম্যাচ পরেই তাকে বাদ দেওয়া হয়। সাউথ আফ্রিকার সফরের সময় দারুন ভাবে ফেরেন তিনি এবং তৃতীয় ওডিআইতে দুই উইকেটে জয়ে কার্যকর ভূমিকা রাখেন যার ফলে সিরিজে টি ১-১ এ সমতা আসে।

এবং দায়িত্বের অংশ হিসাবে, মইন দু’টি আন্তঃ-স্কোয়াড অনুশীলন ম্যাচ চলাকালীন একপক্ষের অধিনায়কের দায়িত্ব পালন করবেন, যার একটি ম্যাচ ইতিমধ্যে গতকাল খেলা হয়েছে। অপর ম্যাচটি আগামী ২৪ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে। ম্যাচ গুলি ইসিবির ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং হচ্ছে।

গতকালের ম্যাচে মইন আলীর দল ইয়েন মর্গানের দলের বিপরীতে ১০০ রানের দারুণ জয় লাভ করে।