অবসরের আগেই বোর্ডের সদস্যে মোহাম্মদ নাবী

0
2302

অলরাউন্ডার মোহাম্মদ নবীকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। ৩৫ বছর বয়সী এই খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটে এখনো সক্রিয় এবং বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি খেলে যাচ্ছেন।

নবী চারজন নতুন সদস্যের মধ্যে একজন যারা এসিবির নয় সদস্যের প্যানেলের বিদায়ী সদস্যদের পরিবর্তে নিযুক্ত হয়েছেন। অন্য তিনজনের নাম হলেন হাসিনা সাফি, রোহুল্লাহ খানজাদা এবং হারুন মীর। সব নিয়োগ এসিবি চেয়ারম্যান জনাব ফারহান ইউসুফজাইয়ের সুপারিশক্রমে এবং পরবর্তীকালে প্যাট্রন ইন-চিফ এই. ই মোহাম্মদ আশরাফ ঘানি তার অনুমোদন দিয়েছেন।

মোহাম্মদ নবী তাঁর সাদা বলের ক্যারিয়ার দীর্ঘায়িত করার লক্ষ্যে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। তিনি আইপিএল ২০২০ এর আসরে খেলতে সানরাইজার্স হায়দরাবাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।