ওয়ানডেতে মাহমুদউল্লাহ রিয়াদের ডাবল সেঞ্চুরি

0
1234
(Photo by Sajjad HUSSAIN / AFP)

বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব খ্যাত পাঁচ ক্রিকেটার হচ্ছেন তামিম, মুশফিক, সাকিব, মাশরাফি এবং মাহমুদউল্লাহ।
ইতিমধ্যে তামিম, মাশরাফি, সাকিব, মুশফিক ওয়ানডেতে ২০০টি করে ম্যাচ খেলে ফেলেছেন।
বাকী রয়েছেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল ওয়ানডে ম্যাচ সংখ্যার ডাবল সেঞ্চুরি করবেন রিয়াদ।

২০০৭ সালে শ্রীলংকায় ওয়ানডে অভিষেক হয় রিয়াদের। ১৪ বছর পর ২০০তম ম্যাচ খেলতে চলেছেন তিনি।
১৯৯ ম্যাচে ৪৪৬৯ রান করেছেন তিনি। ক্যারিয়ারে রয়েছে তিনটি শতক এবং ২৫টি অর্ধশতক।

(Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ২২৭টি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম, তারপএ ২১৮টি করে ম্যাচ খেলেছেন তামিম ইকবাল এবং মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল খেলেছেন ২১৪টি ম্যাচ।

আগামীকাল ২০০তম ওয়ানডে খেলার গৌরব অর্জন করতে চলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।