রোনালদোর ট্রান্সফার ঘিরে উত্তেজনা

0
1597

ঘরের ছেলে ঘরে ফিরেছে,ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রান্সফারের উত্তেজনা সর্বত্র বাদ যায়নি আইপিএল।

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বর্তমানে মেতে আছে ফুটবল বিশ্ব। রোনালদো বিখ্যাত হয়েছিলেন যে ক্লাব থেকে আবার সেখানে ফিরে যাচ্ছেন এমন খবরে এখন উত্তেজনায় খুশিতে মাতামাতি করছে কোটি কোটি সিআরসেভেন ভক্তরা।

দ্বিতীয় পর্ব শুরু হতে যাওয়া আইপিএল এর দলগুলোরও এখন সে নিয়ে সরব। গতকাল টুইটারে রোনালদোর ক্লাব পরিবর্তনের খবরে বিভিন্ন রকম মন্তব্য করেছে দলগুলো। চেন্নাই সুপার কিংস নিজেদের পেজে মাহেন্দ্র সিং ধোনীর ফুটবল খেলার একটি ছবি পোস্ট করে বলেছেন এটা আমাদের নাম্বার সেভেন। স্বাগতম জানিয়েছেন রোনালদোকে।

পাঞ্জাব কিংস নিজেদের রঙ লালকে উল্লেখ করে টুইট করে বলেছে – লাল রঙে সবাইকে অনেক সুন্দর দেখায়। সবকিছুকে ছাপিয়ে রাজস্থান রয়েলস তো সরাসরি মিমিক্রিমির একটা ছবি পোস্ট করেছে টুইটার।

শুক্রবার ক্রিস্টিয়ানো রোনালদোকে সাইন করানোর ঘোষনণা দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। মেডিকেল টেস্টের পর অফিসিয়ালি রোনালদোকে নিজেদের বলে ঘোষণা দিবে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে এর আগে ২৯২ ম্যাচে ১১৮টি গোল করেছেন রোনালদো।