টি- টুয়েন্টি ক্রিকেটে দারুন এক অসাধারণ রেকর্ড হয়েছে গতকাল। লুক্সেমবার্গের স্বাগতিকতায় চেক রিপাবলিক ও বেলজিয়াম এর সমন্বয়ে আয়োজিত হয়েছে একটি ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্ট। গতকাল ২৯ আগষ্ঠ একই দিনে এই টুর্নামেন্টের দুইটি খেলা অনুষ্ঠিত হয়। দুইটি খেলায় বেলজিয়াম অংশ নেয় চেক রিপাবলিক ও লুক্সেমবার্গের বিপক্ষে।
এই দুই খেলায় বেলজিয়ামের অধিনায়ক শাহেরিয়ার বাট প্রথম খেলোয়াড় হিসেবে অসাধারণ এক রেকর্ড গড়েছেন যা এখন পর্যন্ত কারো নেই। লুক্সেমবার্গ বিপক্ষে ৪৪ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন। এবং অপর ম্যাচে চেক রিপাবলিক এর বিপক্ষে ৫০ বলে অপরাজিত ১২৫ রান করেন।বর্তমানে এই ফর্ম্যাটে তার ব্যাটিং গড় ১৩২। এবং এটি এই মুহূর্তে টি-টুয়েটিতে সবচেয়ে বেশি ব্যাটিং গড়।