১৯৯৯ সালের দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের ৫ম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৩৫১ রানে জয় লাভ করে। এই ম্যাচ ক্রিকেট ইতিহাসে একটি বিরল ঘটনার জন্ম দেয়।
ম্যাচ জয়ে সবার সমান অবদানের জন্য দক্ষিণ আফ্রিকা টিমের ১১ জন খেলোয়াড়কেই “ম্যান অফ দ্যা ম্যাচ” হিসেবে ঘোষনা করা হয়! বলাই বাহুল্য ক্রিকেটের ইতিহাসে এমনটা আর কখনোই হয় নি এখনো পর্যন্ত।
সেই ম্যাচে “ম্যান অফ দ্যা ম্যাচ” হওয়া সেই ১১ জন দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়ের নাম ও তাদের অবদান –
গ্যারি কারস্টেন – ১৩৪ রান
হার্শেল গিবস – ৫৩ রান
জ্যাক ক্যালিস – ১১০ রান ও ৩ উইকেট
ড্যারিল কালিনান – ১৩ রান ও ১ উইকেট
হ্যানসি ক্রনিয়ে – ৮৩ রান ও ২ ক্যাচ
জন্টি রোডস – ১২৭ রান ও ২ ক্যাচ
শন পোলক – ১৬ রান ও ৩ উইকেট
মার্ক বাউচার- ১০০ রান ও ২ ক্যাচ
ল্যান্স ক্লুজনার- ১২ রান ও ৩ উইকেট
এলান ডোনাল্ড – ১২ রান ও ৬ উইকেট
পল এডামস – ৭ রান ও ৪ উইকেট
ক্রিকেট যে সবসময় “ওয়ান ম্যান শো” না বরং একটি দলগত খেলা তার উৎকৃষ্ট বিজ্ঞাপন হয়ে থাকবে এই টেস্ট ম্যাচটি।
লেখকঃ সাজ্জাদুল কাদের