করোনার কারনে ক্রীড়াঙ্গন এখন বন্ধ।
ক্রীড়াঙ্গন বন্ধ থাকলেও ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ হয়ে উঠেছেন।
আজ সাইফউদ্দিন তার অফিশিয়াল পেজে সাকিব এবং তার চ্যাটিং এর স্কিনশট প্রকাশ করেছেন।
করোনার পর সাইফউদ্দিনের দুই অভারে ২২ রান নেয়ার চ্যালেঞ্জ এক্সেক্ট করেছে সাকিব আল হাসান।
আজ সাইফউদ্দিন তার অফিশিয়াল পেজে লিখেন,
“আজকে সাকিব ভাই কে একটা চ্যালেঞ্জ অফার করলাম। আমি ২ ওভার বোলিং করবো এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে।
মজার বিষয় হলো সাকিব ভাই (Shakib Al Hasan) ও চ্যালেঞ্জ টা গ্রহন করেছে।
যদিও সাকিব ভাই এর সমর্থক অনেক বেশি তারপর আমার জন্য দোয়া চাচ্ছি । করোনা পরবর্তি মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করবো ইনশাআল্লাহ