সাকিব, তামিমের পর এবার মুশফিক!

0
2547

দীর্ঘদিন পর ঢাকা প্রিমিয়ার লিগে জাতীয় দলের খেলোয়াড়দের দেখা যাচ্ছিলো। যদিও অনেকেই আশা করছিলেন হয়তো পঞ্চপাণ্ডব কে একসাথে পাবেন আবারও কিন্তু ম্যাশ খেলতে নারাজ, তাই বাকি চারজনের মুখ দেখা গেলো ঢাকা প্রিমিয়ার লিগে। তবে গ্রুপ পর্বের লড়াই শেষ হতে থাকে এবং কমতে থাকে জাতীয় দলের ক্রিকেটারদের সংখ্যা।

স্টাম্প লাথি মেরে ভাঙ্গার ঘটনায় সাকিব আল হাসান, বিতর্কিত হওয়ার পর তিন
ম্যাচের নিষেধাজ্ঞা। ডিপিএল এর আগে আইপিএল, কোয়ারিনটিন, বায়োবাবল প্রোটোকল ইত্যাদির কারণে পরিবারের থেকে অনেক দিন দূরে তিনি। দীর্ঘ দিন যাবৎ পরিবার থেকে দূরে থাকায় তাদের সময় দেবার জন্য যুক্তরাষ্ট্রে চলে গেলেন তিনি। না এর পর ই জিম্বাবুয়ে সিরিজ তাই তিনি ওখান থেকে সরাসরি যোগ দিবেন জিম্বাবুয়েতে।

তামিম ইকবালও জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে কোন ঝুকি না নেয়ার জন্যে ডিপিএল এর সুপার লিগ থেকে বিশ্রাম নিয়েছেন।

আঙুলের ইনজুরির কারণে ডিপিএল এর সুপার লিগ পর্ব থেকে ছিটকে গেলেন আবাহনী লিমিটেড এর অধিনায়ক মুশফিকুর রহিম। টুর্নামেন্টের বাকি অংশে তাকে পাচ্ছে না আবাহনী, সামনে জিম্বাবুয়ে সিরিজ ও আন্তর্জাতিক ব্যস্ততা থাকায়, সর্তকতার অংশ হিসেবে ১সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের মি.ডিপেন্ডেবল কে।