সেরা প্লেয়ার অফ দ্যা মান্থে জায়গা করে নিয়েছেন সাকিব

0
1076

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের লিস্টে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা সাকিব।

জুলাই মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের সেরা তিনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে এই তালিকায় জায়গা করে নিয়েছেন টাইগার অলরাউন্ডার। মুশফিকুর রহিমের পর মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মাসের সেরা ক্রিকেটার হওয়ার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন সাকিব।

সাকিব ছাড়াও সেরা তিনে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের স্পিনার হেইডেন ওয়ালশ। আর নারী বিভাগে মনোনয়ন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হ্যালি ম্যাথিউস ও স্টেফানি এবং পাকিস্তানের ফাতিমা সানা।

জিম্বাবুয়ে সফরের তিন ফরম্যাটে বাংলাদেশের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো সাকিবের। বিশেষত বল হাতে স্বাগতিক ব্যাটারদের তিন ফরম্যাটেই নাকানিচুবানি খাইয়েছেন বাঁহাতি এই স্পিনার।

যেখানে একমাত্র টেস্টে পাঁচ উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়া প্রথম ওয়ানডেতে ৫ উইকেট শিকারের পর পুরো সিরিজে সব মিলিয়ে আট উইকেট নিয়েছিলেন সাকিব। এছাড়া দ্বিতীয় ওয়ানডেতে খেলেছিলেন ম্যাচসেরা ৯৬ রানের অপরাজিত ইনিংস।