অবশেষে ব্রাজিলে ফিরছে দর্শক। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে দর্শক ফিরছে ব্রাজিলে। উক্ত ম্যাচে প্রায় ১২ হাজারের মত দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন।
গত বছর সারা বিশ্বে করোনা প্রাদুর্ভাদের কারণে গ্যালারি শূন্য অবস্থায় ম্যাচ আয়োজন করে আয়োজকরা। কোপা আমেরিকার মত টুর্নামেন্ট শেষ হয় দর্শকের অনুপস্থিতিতে। তবে অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। মাঠে বসেই মেসি-নেইমারদের খেলা দেখতে পারবেন দর্শকেরা।
আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ব্রাজিলের করেন্থিয়ান্স নিও কিমিকা অ্যারেনায় দর্শক ৪৮ হাজার ধারণ ক্ষমতা থাকলেও মাঠে ঢুকতে পারবেন মাত্র ১২ হাজার দর্শক।
মূলত ব্রাজিলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ধীরে ধীরে কমতে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এখন পর্যন্ত ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ মৃত্যু গ্রহণ করেছে। এছাড়া টিকা গ্রহণের হারও বেড়েছে নেইমারদের দেশে।
মাঠে দর্শক ঢুকলেও এ ম্যাচে হয়তো লা লিগা ও ইপিএলে খেলা ব্রাজিল-আর্জেন্টিনার তারকা খেলোয়াড়দের দেখা যাবে না। করোনা ভাইরাসের কারণে খেলোয়াড় ছাড়তে রাজি নয় এই দুই লিগের কর্তৃপক্ষ। যদিও খেলোয়াড় ছাড়তে এই দুই লিগের কর্তাদের অনুরোধ করেছে ফিফা।
লাতিন আমেরিকার বাছাইপর্বে ছয় ম্যাচে ছয় জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্রাজিল। অন্যদিকে ছয় ম্যাচে সমান তিন জয় ও ড্র’য়ে ১২ পয়েন্ট নিয়ে দুই নাম্বারে আর্জেন্টিনা।