সৌম্য সরকারের প্রতি রানের মূল্য ৩৫ হাজার টাকার বেশী

0
1755

তবে কি সৌম্য সরকার অতিরিক্ত হলো বিসিবির খাতায়?
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। টসে জিতে সাইলেন্ট কিলার দ্যা ক্যাপ্টেন ব্যাটিং নিয়ে ছিলেন এবং ২টা পরিবর্তন ও ছিল একাদশে শরিফুল ইসলামের পরিবর্তে সাইফুদ্দিন এবং শামীম হোসেনের পরিবর্তে মোসাদ্দেক হোসেন সৈকত। একাদশে পরিবর্তনের সাথে ওপেনিং ব্যাটসম্যানদের মধ্যেও দেখা যায় পরিবর্তন, যেহেতু প্রথম চার ম্যাচে সৌম্য ওপেনিংয়ে সফল হয়নি ডাবল ফিগার ছুতেই পারেননি তাই পরিকল্পনা অনুযায়ী মেহেদী নামেন ওপেন করতে নাইম শেখ এর সাথে। তারা অনেকটা সফল ও হন অবশ্য মেহেদী ১৩ রান করে ফেরত যান তবু তারা গড়েন ৪২ রানের পার্টনার্রশিপ যা এই সিরিজে ওপেনিংয়ে সর্বচ্চো রানের পার্টনার্রশিপ এবং এই সিরিজের আক্ষেপ ছিল পাওয়ারপ্লে তে রান করতে পারছিলো না টাইগাররা সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়ে মেহেদী ও নাঈম মিলে পাওয়ার প্লে তে ৪৫ রান তুলে নেয় যদিও দলীয় ৪২ রানে এবং ব্যক্তিগত ১৩ রানে ফেরত যান ওপেনার মেহেদী তারপর তিনে নামেন সাকিব আল হাসান এবং পাওয়ার প্লে শেষ হয় ৪৫ রানে মাত্র ১ উইকেটের বিনিময়ে । মেহেদীর পর সাকিবও বেশিক্ষণ ছিলেন না ২২ গজে সেই সাথে বিদায় ক্যাপ্টেনের। যেহেতু ব্যাটিং পজিশনের চারে বিবেচনা করা হয়েছিল সৌম্য কে তাই ওপেনিংয়ের প্রেশার ছিলো না তার উপর শুরু টা ভালোই করেছিলেন তবে এক চার এবং এক ছক্কায় মাত্র ১৬ রানে ফেরত যান, প্রথম ম্যাচে ফেরত যান ২ রান করে, ২য় ম্যাচে গোল্ডেন ঢাক,তৃতীয় ম্যাচে ২ রান করেন, ৪র্থ ম্যাচে ৮ রান করেন এবং শেষ ম্যাচে ডাবল ডিজিট ছুঁতে সক্ষম হন।

তবে সোশ্যাল মিডিয়ায় ভক্ত রা করলেন একটি অঙ্ক পরিসংখ্যান এবং ফলাফল হলো-

পাঁচ ম্যাচ থেকে সৌম্য সরকারের আয় দশ লাখ টাকা। পাঁচ ম্যাচে সৌম্য সরকারের রান (২৮)।

১০০০০০০÷৫= ৩৫৭১৫

রান প্রতি আয় ৩৫ হাজার ৭১৫ টাকা।

তবে কি সৌম্যর প্রতি রানের মূল্য দিতে হলো বিসিবি কে?

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সিরিজে সৌম্যর সংগ্রহ –

১ম-২ রান
২য়-০ রান
৩য়-২ রান
৪র্থ-৮ রান
৫ম-১৬ রান

সর্বোচ্চ ১৬।