অনন্য উচ্চতায় মেসি

0
913

পেলেকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মেসি। লিওনেল মেসি মানেই রেকর্ড বিশ্ববাসী অভ্যস্ত। মেসি মাঠে নেমে গোল করবে আর রেকর্ড গড়বে না সেটা কি হতে পারে? হয়তো না। তবে আজ ভোরে ভলিবিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে নতুন এক রেকর্ড গড়েছেন মেসি।

লাতিন আমেরিকার ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে এখন সবচেয়ে বেশি গোল লিওনেল মেসির। ব্রাজিলিয়ান পেলের ৭৭ গোল টপকে গেছেন মেসি। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে পেলেকে স্পর্শ করতে মাত্র এক গোল প্রয়োজন ছিল মেসির। সেটা ১৪ মিনিটে দূর্দান্ত এক গোলে ছুঁয়ে ফেলেন। এরপর ৬৪তম মিনিটে লাওতারো মার্তিনেসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে লক্ষ্যভেদ করে কিংবদন্তি পেলেকে ছাড়িযে যান লিওনেল মেসি।

বলিভিয়াকে ৩-০ গোলে হারানোর ম্যাচে তিন গোলই করেছেন লিওনেল মেসি। ম্যাচের ৮৮ মিনিটে আরো একটি গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। এরই সাথে আর্জেন্টিনার জার্সিতে ১৫৩ ম্যাচে ৭৯ গোলে গিয়ে দাঁড়ালেন মেসি।

১৯৫৭-৭১ মেয়াদের ক্যারিয়ারে ৯২ ম্যাচ খেলে রেকর্ডটি গড়েছিলেন একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে।