আইপিএল আয়োজনে শ্রীলঙ্কার আগ্রহ

0
15306

আইপিএল এর অবশিষ্ট ৩১ ম্যাচ বাকি এই ম্যাচ গুলি আয়োজনের ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আগ্রহ প্রকাশ করেছে। করনা ভাইরাসে ২য় ওয়েভ এবং ভারতে প্রতিদিন রেকর্ড পরিমাণ আক্রান্তের প্রভাবে আইপিএল এর বায়োবাবল ভেদ করে খেলোয়াড় ও স্টাফদের মাঝে ছড়িয়ে পড়ে। তাই ২০২১ এর আসর বন্ধ করতে বাধ্য হয় বিসিসিআই।

ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে এখন বিকল্প ভ্যেনু এবং সময় খুঁজছে। অন্য বোর্ডের সাথে কথা বলছে কখন ফাঁকা সময় বের করে আইপিএল এর বাকি ম্যাচ গুলি সম্পন্ন করা যায়।

যদি কোন কারনে ম্যাচ গুলি সম্পন্ন করা সম্ভব না হয় তাহলে বিসিসিআই ২৫০০ কোটি রুপি ক্ষতিতে পরবে। সেপ্টেম্বর মাসে আইপিএল হোস্ট করার জন্য সম্ভাব্য একটি সময় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সরবরাহ করতে পারে। সংযুক্ত আরব আমিরাত এর পাশাপাশি বিকল্প হিসেবে শ্রীলঙ্কাকে ও হোষ্ট করতে পারে বলে জানিয়েছে শ্রীলঙ্কা বোর্ড।

জুলাই আগস্টে লঙ্কান প্রিমিয়ার লীগ আয়োজন করতে যাচ্ছে শ্রীলংকা। সকল মাঠ ও ভেন্যু তৈরি ই থাকবে। বিসিসিআই চাইলে এর পরে সেপ্টেম্বরে বাকি ম্যাচ গুলি আয়োজন করতে পারে।

এই একই প্রস্তাব ইংল্যান্ডের তরফ থেকে ও ভারতীয় বোর্ডকে দেওয়া হয়েছে।