আরব আমিরাত পৌঁছেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস

0
1543

করোনা মহামারীর কারনে ভারতের বন্ধ হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে আরব আমিরাতে। যেখানে আইপিএল শুরু হতে এখনও মাস দুয়েকের মত সময় বাকি সেখানে ইতিমধ্যে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস দলের বেশিরভাগ সদস্য পৌছে গিয়েছে আরব আমিরাতে।

 

প্রথম অবস্থাতে পুরোপুরি ক্লোজড ডোর ম্যাচ আয়েজন করবার কথা থাকলেও সেটি হচ্ছেনা। অল্প দর্শক নিয়ে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএলের বাকি আসর। ভক্তদের উপস্থিতির সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে এমিরেটস ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মুবাশির উসমানী এই মাসের শুরুতে গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন:

“হোস্ট হিসেবে, ইসিবি কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে যাতে যেকোন প্রটোকলের প্রয়োজন হলে সেটা সাথে সাথে নেওয়া হবে। ভক্তদের উপস্থিতির বিষয় নিয়ে আমরা বিসিসিআই এবং আইসিসির সঙ্গে আলোচনা করব। আমরা চাই সংযুক্ত আরব আমিরাতে আমাদের প্রবাসী এবং আমিরাতি ক্রীড়াপ্রেমী ভক্তরা স্ট্যান্ড থেকে যাতে খেলা দেখতে পারে, ’’

চেন্নাই ধোনীর একটা ছবি প্রকাশ করেছে যেখানে তারা লিখেছে – আমরা প্রস্তুত। এর আগের বার আইপিএলের সময় যে হোটেলে তারা অবস্থান করেছিল এবারও তারা একই হোটেলে অবস্থান করছে। টেস্ট ম্যাচ খেলার পর ভারতের বাকি সদস্যরা ফেরার পর বাকি দলগুলো আরব আমিরাতের পথ ধরবে। বিদেশী খেলোয়াররা শেষ মুহুর্তে যো্গ দিবে দলগুলোর সাথে।