একাই লড়ছে অধিনায়ক

0
1221

অস্বস্তি বাজে পারফরম্যান্স নিয়ে প্রথম দিনের মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ।হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে কনফিডেন্সের সাথে ব্যাটিং নিলেন অধিনায়ক মুমিনুল কারণ যেহেতু দলে ৮ জন ব্যাটসম্যান তাই ব্যাটসম্যানদের উপর আস্থা রেখেই সিদ্ধান্ত ক্যাপ্টেনের।

কিন্তু দুঃস্বপ্নের মতো শুরু পেয়েছে বাংলাদেশ দল। দলীয় স্কোর ২ ডিজিটে পৌছানোর আগেই ড্রেসিং রুমে ফিরে গেছেন পরপর দুই ব্যাটসম্যান শান্ত ও সাইফ।

তারপর তৃতীয় উইকেটে জুটি ছিলেন মুমিনুল ও সাদমান দলীয় ৭০ রানে ফিরে গেছেন সাদমান অস্তিত্বে বাংলাদেশ ক্রিকেট দল।

শুরুতেই ২উইকেট হারিয়া ফেলার পরধাক্কা সামলাতে থাকেন মুমিনুল ও সাদমান তারা ৬০ রানের জুটি ও গড়েন, সাদমানের ব্যাট থেকে আসে ৬৪ বলে ২৩ রান তাকে সাজঘরে ফেরান রিচার্ড।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে আর কোনো উইকেট না হারালেও  ৭০ রান তুলতেই যেহেতু ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ তাই বলা যায় বাঘেরা ব্যাকফুটে

প্রতিবেদন লিখা পর্যন্ত ২৩ ওভর ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৩উইকেটে ৭০ রান, অধিনায়ক মুমিনুল হক ৩২ ও মুশফিকুর রহিম ০ রানে ব্যাট করছেন

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ৭০/৩ (২৩ ওভার সাইফ হাসান ০, সাদমান ইসলাম ২৩, নাজমুল হোসেন শান্ত ৪, মুমিনুল হক ৩২*,  মুশফিকুর রহিম ১*, ব্লেসিং মুজরাবানি ২/৫,রিচার্ড এনগাভারা ১/১৬