কোহলিদের গুড়িয়ে দিলো সাকিবের কলকাতা

0
2051

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরব আমিরাত পর্বের প্রতিটা ম্যাচই মহাগুরুত্বপূর্ণ কলকাতা নাইট রাইডার্সের জন্য, স্থগিত হওয়া অংশে ৭ ম্যাচ খেলে ২ জয়ে মাত্র ৪ পয়েন্ট পাওয়া দলটিকে প্লে-অফে খেলতে হলে প্রতিটা ম্যাচেই জয় তুলে নিতে হবে।

এমন সমীকরণে দ্বিতীয় পর্বটা দুর্দান্তই হলো কলকাতার, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯২ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তারা। কলকাতা জয় পেলেও একাদশে জায়গা হয়নি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের, বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল নেন ৩ টি করে উইকেট।
আবুধাবিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালোর অধিনায়ক ভিরাট কোহলি, আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে নির্দিষ্ট একটা দলের হয়ে ২০০ তম ম্যাচ খেলার রেকর্ড গড়েন তিনি। যদিও মাইলফলকের ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কোহলি, আউট হয়েছেন ৫ রান করেই।

শ্রীধর ভারতকে নিয়ে ৩১ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করেন দেবদূত পাডিকল, ২২ বলে ২২ রান করা পাডিকলকে ফেরান কিউই পেসার লোকি ফার্গুসন। তবে ব্যাঙ্গালোরকে মুল ধাক্কাটা দেন আন্দ্রে রাসেল, একই ওভারে ফেরান শ্রীধর ভারত ও এবি ডি ভিলিয়ার্সকে।
১৭ বলে ১০ রানের ইনিংস খেলে গ্লেন ম্যাক্সওয়েল আউট হলে আর ঘুরে দাঁড়ানো হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, ধুকতে ধুকতে ৯২ রানে থামে দলটির ইনিংস। কলকাতার হয়ে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী, ৩ ওভারে ৯ রান দিয়ে সমান ৩ উইকেট পেয়েছেন আন্দ্রে রাসেলও।

৯৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কোন সমস্যাই হয়নি কলকাতার দুই ওপেনার শুভমান গিল ও ভেঙ্কটেশ আয়ারের, পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়েই তারা যোগ করেন ৫৬ রান। দলের জয় থেকে মাত্র ১১ রান দূরে থাকতে আউট হন গিল, তার ব্যাট থেকে আসে ৩৪ বলে ৪৮ রানের ইনিংস।

শেষ কাজটা দারুণ ভাবেই সেরেছেন আজই প্রথম সুযোগ পাওয়া ভেঙ্কটেশ আয়ার, ১০ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স। ৯ উইকেটের জয়ে আয়ার ২৭ বলে ৪১ রানে অপরাজিত থাকেন, ব্যাঙ্গালোরের হয়ে একমাত্র উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল।