গেতাফেকে হারিয়ে মূল্যবান তিন পয়েন্ট পেলো বার্সেলোনা

0
890

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়া এরপর গেতাফের ম্যাচে ফেরা। প্রথমার্ধেই ডিপাইয়ের গোলে আবারও এগিয়ে যাওয়া, শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ল বার্সেলোনা। এক ম্যাচ পরেই আবারো জয়ে ফিরল রোনাল্ড কোম্যান শিষ্যরা।

রোববার ন্যু ক্যাম্পে সফরকারী গেতাফেকে ২-১ গোলে হারিয়ে দারুন এক জয় পেয়েছে বার্সেলোনা। কাতালানদে হয়ে গোল করেহেন সার্জিও রবার্তো ও মেমফিস ডিপাই। গেতাফের হয়ে সমতা ফিরিয়েছিল সান্দ্রো র‍্যামিরেজ।
গেতাফের বিপক্ষে লা লিগায় শেষ ১৮ ম্যাচের ১৭টিতেই জয়ের দেখা পেল বার্সেলোনা। অন্যদিকে বার্সেলোনার মাঠে শেষ ১৬ ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেয়েছে গেতাফে। এবারের লা লিগায় প্রথম তিন ম্যাচেই হারল গেতাফে।

এদিকে নিজেদের শেষ ম্যাচে এথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ড্র করায় এ ম্যাচে জয়ের খুঁজে নেমেছিল বার্সেলোনা। সে লক্ষ্যে ম্যাচের ২ মিনিটেই কাতালানদের এগিয়ে নেন সারজিও রবার্তো। গেতাফের বক্সের সামনে থেকে ডান দিকে রান নেয়া আলবার দিকে বল ঠেলে দেন ডিপাই, ডান পাশ থেকে আলবার মাটি ঘেষানো ক্রস গোল পোস্টের ৫ গজ দূর থেকে সহজেই লক্ষ্যভেদ করেন রবার্তো।
ম্যাচে এগিয়ে গেলেও খুব বেশি সময় স্বস্তিতে ছিল না বার্সেলোনা। ১৮ মিনিটেই গেতাফেকে সমতায় ফেরান সান্ড্রো রামিরেজ। এজ অফ দ্যা বক্সে এলেনার সাথে ওয়ান টু ওয়ান খেলে বাম পাশের পোস্টে নিচু শটে বল জালে জড়ান এই স্প্যানিশ ফুটবলার।

ম্যাচে সমতায় ফেরার পর কিছুটা আক্রমণাত্বক মনোভাবে খেলতে থাকে গেতাফে। তবে ৩০ মিনিটে দুই ডাচ ফুটবলারের বোঝা পড়ায় ম্যাচে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। এজ অফ দ্যা বক্স থেকে ডিপাইয়ের উদ্দেশ্যে বল বাড়ান ডি জং, গেতাফের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে কাছের পোস্টে বল জালে জড়ান মেমফিস ডিপাই।

৬২ মিনিটে সহজ সুযোগ মিস করেন রবার্তো, ডিপাইয়ের বাড়িয়ে দেয়া বল মাথা ছুয়ালে গেতাফের এক ডিফেন্ডারের গায়ে লেগে তা ফিরে আসে। ৮৬ মিনিটে ডিপাইয়ে ভলি লক্ষ্যভ্রস্ট হলেও দারুন এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্র’তে চার নাম্বারে উঠে আসল বার্সেলোনা। অন্যদিকে তিন ম্যাচেই হারের স্বাদ পাওয়া গেতাফের অবস্থান ১৮ তম স্থানে।