টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি চূড়ান্ত হয়েছে

0
923

আরব আমিরাতে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে এবারের টুর্নামেন্ট।

বিশ্বকাপে বাংলাদেশের সূচিও চূড়ান্ত হয়েছে, টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকায় বাছাইপর্ব পেরিয়ে মুল পর্বে জায়গা করে নিতে হবে বাংলাদেশকে। প্রথম পর্বের ব্যানারে খেলা গুলো অনুষ্ঠিত হবে ওমানে, বাংলাদেশের বাছাইপর্বের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ অক্টোবর।

১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন, ১৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান ও বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৯ অক্টোবর পাপুয়ানিউগিনির বিপক্ষে।

গ্রুপ “বি’ তে প্রত্যাশিত ভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হলে মুল পর্বে গ্রুপ ২ এ জায়গা হবে বাংলাদেশের, সেখানে প্রতিপক্ষ হিসেবে আগে থেকেই আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান, বাংলাদেশের বাকি প্রতিপক্ষ আসবে বাছাইপর্বে গ্রুপ ” এ’ তে রানার্সআপ দলটি।

বিশ্বকাপে বাংলাদেশের বাছাইপর্বের সূচিঃ

১৭ অক্টোবর, বাংলাদেশ বনাম স্কটল্যান্ড ওমান

১৯ অক্টোবর, বাংলাদেশ বনাম ওমান

২১ অক্টোবর , বাংলাদেশ বনাম পাপুয়া নিউগিনি