প্রতিশোধ নয়’ আর্জেন্টিনার বিপক্ষে ভাল খেলাই একমাত্র লক্ষ্য ব্রাজিলের

0
29111

গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল ব্রাজিলের। দুই মাস যেতে না যেতেই আবারো আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। তবে এ ম্যাচে প্রতিশোধ নেয়ার চিন্তা নেই ব্রাজিলের মাথায়।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ রাত ১টায় স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শেষ ম্যাচে চিলিকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে সেলেকাওরা। কোপা আমেরিকার ফাইনাল হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও সে দিকে মাথা ব্যথা নেই ব্রাজিলের। ভাল পার্ফরমেন্স কর জয় তুলে আনাই ব্রাজিলের লক্ষ্য বলে জানালেন গাব্রিয়েল বারবোসা।

“এটা বাছাই পর্ব, আমরা ভালো করছি, আরও একটি জয়ের লক্ষ্যে আছি। অবশ্যই কোপা আমেরিকার হার নিয়ে আমরা হতাশ, কিন্তু এটা নতুন এক মুহূর্ত। আমাদের ভালো খেলতে হবে, নিজেদের উপভোগ করতে হবে এবং জিততে হবে।”

সাত ম্যাচে সাত জয়ে শীর্ষে ব্রাজিল এবং সমান ম্যাচে চার জয় ও তিন ড্র’য়ে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ব্রাজিল।

এদিকে টানা ২১ ম্যাচ ধরে হারের স্বাদ পায় না আর্জেন্টিনা। লিওনেল স্কালনির অধীনে দূর্দান্ত ফর্মে আছে আর্জেন্টিনা। তাই এই ম্যাচে জয় পেতে নিজেদের সেরাটা দিতে হবে নেইমার-বারবোসাদের।