বাংলাদেশের চ্যাম্পিয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন ফিফা

0
830

এইতো গত ৯ আগষ্ট চার ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয়বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে নিয়েছে বসুন্ধরা কিংস। চ্যাম্পিয়ন নিশ্চিত হবার পর গত ১১ আগষ্ট বসুন্ধরা কিংসকে অভিনন্দন জানিয়েছে বাফুফে বরাবর চিঠি পাঠিয়েছে ফিফা।

প্রথম বারের মত এএফসি কাপের ম্যাচ খেলতে এই মুহুর্তে দেশের বাইরে অবস্থান করছে বসুন্ধরা কিংস। মালদ্বীপে থাকা অবস্থায়ই ফিফা থেকে আগত চিঠির কথা জানতে পায় ক্লাব কর্তৃপক্ষ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বরাবর ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো সাক্ষরিত একটি চিঠি এসেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে,

“২০২১ বাংলাদেশ চ্যাম্পিয়নের মুকুট জয়ের জন্য অনুগ্রহ করে আমাকে বসুন্ধরা কিংসকে অভিনন্দন জানাতে দিন।’

“তাদের এই শিরোপা, নিঃসন্দেহে তাদের কঠোর পরিশ্রম, প্যাশন এবং প্রতিশ্রুতির কারনে এবং ক্লাবের সবাই এই অর্জনে গর্ব অনুভব করতে পারে। আমি কৃতজ্ঞ থাকবো যদি আপনি অনুগ্রহ করে সংশ্লিষ্ট সকলকে আমার অভিনন্দন জানান, যাদের আমি দলের মনোভাব, আবেগ এবং প্রতিজ্ঞাবদ্ধতার সাথে কাজ চালিয়ে যেতে উৎসাহিত করি।”

ফিফা থেকে এমন শুভেচ্ছা নিঃসন্দেহে বসুন্ধরা কিংসকে গর্বিত করছে সেই সাথে আগামী দিনে বাংলাদেশ ফুটবলের উন্নয়নে বড় ভূমিকা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে বসুন্ধরা কিংস।