বাংলাদেশের জন্য সিরিজ জেতা কঠিন হবে

0
1523

বাংলাদেশের জন্য সিরিজ জেতা কঠিন হবে: নিকোলস

বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ বাঁচানো নিয়েই শঙ্কায় ছিলো নিউজিল্যান্ড, তৃতীয় ম্যাচে বাংলাদেশকে রীতিমতো গুড়িয়ে দিয়ে সিরিজ জয়ের লড়াইয়ে টিকে আছে কিউইরা।

দুর্দান্ত এই জয়ের পরে সিরিজ জেতার ব্যাপারেও আশাবাদী দলটির ব্যাটার হেনরি নিকোলস। তারুণ্য নির্ভর দল নিয়ে প্রথম ম্যাচে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন ৬০ রানে গুটিয়ে গেছিলো নিউজিল্যান্ড, দ্বিতীয় ম্যাচে লড়াই করে হেরেছে মাত্র ৪ রানের ব্যবধানে।

তৃতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৬২ রানে ৫ উইকেট হারালেও হেনরি নিকোলস ও টম ব্লান্ডেলের ব্যাটে ১২৮ রানের পুঁজি পেয়েছিলো নিউজিল্যান্ড, বাংলাদেশকে ৭৬ রানে গুটিয়ে দিয়ে ৫২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

হারের বৃত্তে ঢুকে পড়া নিউজিল্যান্ড একটা জয় পেয়েই মনোবল ফিরে পেয়েছে, সিরিজ হারের শঙ্কায় থাকা দলটিই এখন বাংলাদেশই উল্টো চাপে আছে বলে মনে করছে।

আজ অনুশীলন শেষে কিউই ব্যাটার হেনরি নিকোলস বলেন, “জয় পেয়ে সিরিজে টিকে থাকতে পেরে অনেক ভালো লাগছে। দল হিসেবে, প্রতি ম্যাচেই আমরা উন্নতি করছি, যা খুবই চ্যালেঞ্জিং ছিল। ছেলেরা দ্রুতই সব শিখে নিচ্ছে দেখে খুব ভালো লাগছে।”

তিনি আরও বলেন, “অধিনায়ক হিসেবে টম (লাথাম) আমাদের সবাইকে স্পষ্টভাবেই বলেছে যে এটা খুবই কঠিন কিন্তু আমাদের ভালো করার পথ খুজতে হবেই। যদি প্রতি ম্যাচে আমরা এভাবে খেলতে পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষে আসবে।”

প্রথম দুই ম্যাচ জেতা বাংলাদেশই এখন চাপে আছে বলে মনে করেন হেনরি নিকোলস, তার মতে বাংলাদেশের জন্যই এখন সিরিজটা কঠিন হবে। কিউই এই ব্যাটার বলেন, “আমরা খেলার দান ঘুরিয়ে দিয়েছি, বাংলাদেশের ওপর চাপ বাড়াতে পেরেছি। এখন ওরা চাপে আছে, তাই ওদের জন্যও সিরিজটা কঠিন হবে।”

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ এ পিছিয়ে আছে নিউজিল্যান্ড, আগামী ৮ সেপ্টেম্বর সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।