বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্যে জিম্বাবুয়ের দল ঘোষনা

0
1806
Zimbabwe cricketers celebrate after the dismissal of Bangladesh's cricketer Saif Hassan during the second day of a Test cricket match between Bangladesh and Zimbabwe at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on February 23, 2020. (Photo by MUNIR UZ ZAMAN / AFP)

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য জিম্বাবুয়ের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
৭ই জুলাই থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচের জন্যে ২০ সদস্যের দল ঘোষনা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।দলটির নেতৃত্ব দিবেন শন উইলিয়ামস।
অভিষেকের অপেক্ষায় রয়েছেন চারজন ক্রিকেটার।
তারা হলেন- টানাকা চিভাঙ্গা, জয়লর্ড গাম্বি, তাকুয়ানাশে কাইতানো ও ডিওন মেয়ার্স।

Zimbabwe’s cricketer Brendan Taylor (L) plays a shot as the Bangladeshi cricketers Mushfiqur Rahim (C) and Ariful Haque (R) look on during the fourth day of the second Test cricket match between Bangladesh and Zimbabwe at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on November 14, 2018. (Photo by MUNIR UZ ZAMAN / AFP) (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

২০ সদস্যের জিম্বাবুয়ে দল :
শন উইলিয়ামস (অধিনায়ক), রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, টেন্ডাই চিসোরো, টানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, রয় কাইয়া, তাকুয়ানাশে কাইতানো, কেভিন কাসুজা, লুক জংওয়ে, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড টিরিপানো।