বিশ্বকাপে অনিশ্চিত কেন উইলিয়ামসন!

0
434

কেন উইলিয়ামসন এবার গুজরাট টাইটান্স এর আইপিএলে খেলেছেন। গত মঙ্গলবার গুজরাটের হয়ে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান। পরবর্তীতে স্কান কারার পর দেখা যায় তার লিগামেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্বকাপে শুরুর খুব বেশি আর বাকি নেই। এই অভিজ্ঞ ব্যটারকে ছাড়াই খুব সম্ভবত এ বছরের বিশ্বকাপে নিউজিল্যান্ড দলকে খেলতে হবে।

তার এই লিগামেন্ট ইনজুরির কারনে তাকে অস্ত্র পোচারে যেতে হবে। এই অস্ত্র পোচারের পরে পুরোপুরি সেরে উঠতে কমপক্ষে ৬ মাস সময় লাগে। আগামী অক্টোবর থেকে ওডিইআই বিশ্বকাপ শুরু হচ্ছে। বিশ্বকাপের আগে নিজেকে ফিট প্রমান করতে হলে সময়ের পাল্লা দিয়ে নিজেকে ফিট প্রমান করতে হবে

নিউজিল্যান্ড ক্রিকেট নিশ্চিত করেছে আগামী ২-৩ সপ্তাহের মধ্যে উইলিয়ামসনকে ছুরি কাচির নিচে যেতে হবে।

৩২ বছর বয়সী নিউজিল্যান্ডের এই সাদা বলের অধিনায়ক যদি এই বিশ্বকাপে খেলতে না পারে তাহলে ২০১৯ বিশ্বকাপের ফাইনালের স্বপ্ন ভঙ্গ দলটির জন্য আরো বড় একটি দুঃসংবাদ হবে।

এই ডানহাতি ব্যটার ওডিআই ফরম্যাটে ২০১০ সালে অভিষেকের পর থেকে ৪৭.৮৪ গড়ে ৬০০০ এর বেশি ওডিআই রান সংগ্রহ করেছেন।

নিউজিল্যান্ড ২৪টি খেলায় ১৭৫ পয়েন্ট নিয়ে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে রয়েছে।