মিরপুর রয়্যালসের অধিনায়ক শোয়েব মালিক

0
1422

প্রথমবারের মত ৬ই আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে কাশ্মীয় প্রিমিয়ার লীগ (কেপিএল)। ফ্যাঞ্জাইজি ভিত্তিক এই টুর্নামেন্টি অনুষ্ঠিত হবে পাকিস্তানে।
ইতিমধ্যে শেষ হয়ে গেছে প্লেয়ার ড্রাফটস, দল সাজিয়ে নিয়েছে ৬টি ফ্র‍্যাঞ্জাইজি।

এবারের আসরে অংশ নেওয়া দল ৬টি হলোঃ
১। মিরপুর রয়্যালস
২। মুজাফফরবাদ টাইগার্স
৩। বাগ স্ট্যালিয়ন্স
৪। কটিল লায়ন্স
৫। রাওয়ালাকোট হকস
৬। ওভারসিস ওয়ারিয়র্স

৬ই আগস্ট থেকে শুরু হয়ে ১৬ই আগস্ট শেষ হওয়া ১০ দিনের এই টুর্নামেন্টের সবগুলি ম্যাচ অনুষ্ঠিত হবে মুজাফফরবাদে।

টুর্নামেন্টে মিরপুর রয়েলসের আইকন প্লেয়ার এবং অধিনায়ক হিসেবে রয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক।
তাছাড়া এই দলে আরো রয়েছেন শার্জিল খান, খুশদিল শাহ, পেসার মোহাম্মদ ইরফানের মতো তারকা ক্রিকেটার।

মিরপুর রয়েলসের চুড়ান্ত দলঃ
শোয়েব মালিক (আইকন), ওয়াইজ শাহ, শারজিল খান, আমাদ বাট, খুশদিল শাহ, মোহাম্মদ ইরফান, সালমান ইরশাদ, মোহাম্মদ আখলাক, মুক্তার আহমেদ, আবরার আহমেদ, শাদাব মজিদ, মোহাম্মদ তাহা, ইবতিশাম উল হক, আম্মাদ আলম এবং দানিয়াল আল্লা দিত্ত।

এক নজরে বাকী পাঁচ দলের স্কোয়াডঃ

মুজাফফরবাদ টাইগার্সঃ
মোহাম্মদ হাফিজ (আইকন), তিলকারত্নে দিলশান, সোহেল তানভির, শোয়েব মাকসুদ, মোহাম্মদ ওয়াসিম, আরশাদ ইকবাল, জিশান আশরাফ, উসামা মির, আনোয়ার আলি, আরসালান আরিফ, সোহেল আক্তার, ইনজামাম উল হক, উসমান আরশাদ, তাইমুর সুলতান, তাহির হুসাইন।

বাগ স্ট্যালিয়ন্সঃ
শাদাব খান (আইকন), ফিল মাস্টার্ড, শান মাসুদ, ইফতিখার আহমেদ, উমাইদ আসিফ, সুফিয়ান মুকিম, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইমরান জুনিয়র, জিশান মালিক, জিশান জামির, উসমান মুঘল, ফুরকান শফিক, আমির সোহেল, মোহাম্মদ জুনায়েদ এবং রোহেল নাজির।

কটিল লায়ন্সঃ
ফখর জামান (আইকন), মন্টি পানেসার, কামরান আকমল, আসিফ আলি, উসমান কাদির, ইমরান খান, আকিফ জাভেদ, খালিদ উসমান, ইরফানউল্লাহ শাহ, জুনায়েদ আলি, আব্দুল্লাহ সাইদ, সৈয়দ হাশিম আলি, আব্দুর রেহমান, ইয়াসির জান এবং হাসান রাজা।

রাওয়ালাকোট হকসঃ
শহীদ আফ্রিদি (আইকন), ম্যাট প্রায়র, মোহাম্মদ হাসনাইন, হুসাইন তালাত, জাফর গোহার, দানিশ আজিজ, আহমেদ শেহজাদ, ওয়াক্কাস মাকসুদ, বিসমিল্লাহ খান, কাশিফ আলি, ফয়সাল আলতাফ, জামান খান, শহীদ ইলিয়াস, সামিউল্লাহ আফ্রিদি এবং ইমরান রান্ধাওয়া।

ওভারসিস ওয়ারিয়র্সঃ
ইমাদ ওয়াসিম (আইকন), হার্শেল গিবস, হায়দার আলি, আজম খান, হারিস সোহেল, মুসা খান, আব্বাস আফ্রিদি, কাশিম আকরাম, হাম্মাদ আজম, রশিদ নাসির, উসমান আলি খান, নাভিদ আহমেদ, রাজা আল মুস্তাফা, ওয়ালিদ আহমেদ এবং সোহেল খান।