শাস্তি পেলেন তাসকিন এবং মুজারাবানি

0
1299

হারারাতে চলমান বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের একমাত্র টেস্টের ২য় দিনে আইসিসির আচরন বিধির লেভেল ১ ভঙ্গ করার কারনে বাংলাদেশী পেসার তাসকিন আহমেদ এবং জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে শাস্তি দিয়েছে আইসিসি।
দুইজনকেই ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
তাছাড়াও খেলোয়াড়দের শৃঙ্খলা ভঙ্গের কারনে প্রত্যেককে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।

দুইজন খেলোয়াড়ই ম্যাচ রেফারির কাছে নিজেদের দোষ স্বীকার করেছেন বলে আনুষ্ঠানিক কোন শোনানির প্রয়োজন পড়েনি।

বাংলাদেশের ১ম ইনিংসের ৮৫তম ওভারে ঘটনাটি ঘটেছে।
মুজারাবানি একটি ডেলিভারি করার পর তাসকিন বলটি ছেড়ে দেয়ার পর কিছুটা নাচার ভঙ্গি করেন তারপর মুজারাবানি সামনের দিকে আক্রমনাত্মক এগিয়ে আসলে দুজনের মুখোমুখি কথা হয় ।

২৪ মাসের মধ্যে যদি কোন ক্রিকেটার মোট ৪টি বা তার বেশী ডিমেরিট পয়েন্ট পায় তবে তবে সেই ক্রিকেটার নিষিদ্ধ হোন।
দুইটি ডিমেরিট পয়েন্ট হলে একটি টেস্ট বা দুইটি করে ওয়ানডে,টি২০ থেকে নিষিদ্ধ হোন।