১নং র‌্যাঙ্কিংয়ে বেন স্টোকস

0
1379

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার এত দিন টেষ্টের ১নং অলরাউন্ডার ছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তাড়কা বেন স্টোকস তাকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হয়েছেন।

ওল্ডট্রাফোডের ২য় টেষ্টে স্টোকস ব্যাট হাতে ২৫৪ রান করেন পাশাপাশি তুলে নেন ৩টি উইকেট। তার এই অসাধারণ পারফরম্যান্সে ইংল্যান্ড তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনে।।

২০০৬ সালের পর বেন স্টোকস হলেন প্রথম ইংলিশ অলরাউন্ডার যিনি অ্যান্ড্রু ফ্লিনটফের পরে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন।

এর পাশাপাশি ফ্লিনটফ ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা তৃতীয় অবস্থানেও উঠেছেন তিনি।

বাঁহাতি এই অলরাউন্ডার অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন সাথে যৌথ ভাবে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। তার সামনে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

২০০৮ সালে জ্যাক ক্যালিসের ৫১৭ রেকর্ড পয়েন্টের পর যে কোনও টেস্ট অলরাউন্ডার স্টোকসের ৪৯৭ পয়েন্টেই সর্বোচ্চ।

তার ইংল্যান্ডের সতীর্থ স্টুয়ার্ট ব্রড উভয় ইনিংসে তিনটি উইকেট নেবার পরে বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরেছেন, ইংল্যান্ডের ওপেনার ডম সিবিলি তার প্রথম ইনিংসে ১২০ রান করার পরে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ৩৫ তম অবস্থানে আছেন।