৩ বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে মালান

0
947

২০১৮ সালে সর্বশেষ টেস্ট খেলেছেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান, এরপর প্রায় ৩ বছর বাহিরে থাকার পর আবারও ইংল্যান্ডের টেস্ট দলে জায়গা পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ভারতের বিপক্ষে হেডিংলি টেস্টের দলে ডাকা হয়েছে মালানকে, বাদ পড়েছেন ডমিনিক সিবলি।

তৃতীয় টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি জ্যাক ক্রাউলিরও, ডমিনিক সিবলির বাদ পড়ায় টপ অর্ডারে পরিবর্তন নিশ্চিত। ররি বার্নসের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে হাসিব হামিদকে, সেক্ষেত্রে ডেভিড মালানের প্রত্যাবর্তনটা হতে পারে ৩ এ ব্যাট করে।

ভয়ংকর রকম বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন ডমিনিক সিবলি, এ বছর ১০ টেস্ট খেলা সিবলির ব্যাটিং গড় মোটে ১৯.৭৭; সর্বশেষ ১৫ ইনিংসে একবারও ফিফটি স্পর্শ করতে পারেননি; সর্বোচ্চ ইনিংস ছিল ৩৫ রানের। জ্যাক ক্রাউলি বাদ পড়েছেন প্রথম টেস্টের পরেই, তবে চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন অলি পোপ।

এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাত্র একটা ইনিংসই খেলেছেন ডেভিড মালান, সেই ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৯৯ রান। এই ইনিংস দিয়েই নির্বাচকদের নজরে আসেন তিনি, সিবলি-ক্রাউলির বাজে ফর্ম ৩ বছরের অপেক্ষার ইতি টেনে দিয়েছে মালানের।

৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে ভার‍ত, সিরিজে ফেরার মিশনে আগামী ২৫ আগস্ট হেডিংলিতে তৃতীয় টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড।

তৃতীয় টেস্টের ইংল্যান্ড স্কোয়াড:

জো রুট (অধিনায়ক), ররি বার্নস, হাসিব হামিদ, জনি বেয়ারস্টো, জস বাটলার, ড্যানিয়েল লরেন্স, ডেভিড মালান, অলি পোপ, মঈন আলী, স্যাম কারান, জেমস অ্যান্ডারসন, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, অলিভার রবিনসন ও মার্ক উড।