বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ

0
853

গতকাল আগামী গ্রীষ্মের জন্য নিজেদের সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড, যেখানে আছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট ম্যাচের সূচিও। ১৮ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর, সিরিজের থাকছে ২ টেস্টও।

সর্বশেষ ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গেছিলো বাংলাদেশ দল, প্রায় ৫ বছর পর আবারও দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা। সফরে ৩ ওয়ানডে ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ, ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

১৮ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজটি, বাকি দুই ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। টেস্ট সিরিজটি শুরু হবে ৩০ মার্চ, ৭ এপ্রিল দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। সূচি চূড়ান্ত হলেও এখনো ভেন্যু ঠিক হয়নি সিরিজের।

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের জন্য মোটেও সুখকর কোন জায়গা নয়, সেখানে এখন পর্যন্ত ১৯ আন্তর্জাতিক ম্যাচ খেলে জিততে পারেনি একটা ম্যাচেও। এবার সেই হারের বৃত্ত থেকে বেরোনোর সুযোগ বাংলাদেশের সামনে।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি:

ওয়ানডে সিরিজ:

প্রথম ওয়ানডে, ১৭ মার্চ ২০২২

দ্বিতীয় ওয়ানডে, ২০ মার্চ ২০২২

তৃতীয় ওয়ানডে, ২৩ মার্চ ২০২২

টেস্ট সিরিজ:

প্রথম টেস্ট, ৩০ মার্চ ২০২২

দ্বিতীয় টেস্ট, ৭ এপ্রিল ২০২২