রেকর্ডময় দিন গেল জিম্বাবুয়ে বনাম বাংলাদেশের প্রথম টেস্টে

0
1604

বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্টে প্রথম দিনে একের পর এক রেকর্ড গড়লেন মেহেদী-রিয়াদরা। হারারেতে সিরিজের একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেই টেস্টের প্রথমদিন ছিল রেকর্ডময়।

মাহমুদউল্লাহ পঞ্চাশ দিয়ে প্রথম দিন শেষ করলেন। ২৯৪/৮ স্কোরে দিন শেষে বাংলাদেশ ছিল টপ-অর্ডার আবার আবারো ব্যার্থ। ডুবতে বসা বাংলাদেশ তরীকে উদ্ধার করেছেন রিয়াদ ও লিটন। প্রথম দিন শেষে স্কোর: ২৯৪/৮, মাহমুদউল্লাহ ৫৪ * , লিটন ৯৫ ও মুমিনুল ৭০।

রেকর্ডগুলো দেখে নেই এক নজরে ;

মাহাম্মদউল্লাহর ৫০ তম টেষ্ট

৫০ টেস্টের মাইলফলকে মাহামুল্লাহ বাংলাদেশের মাত্র ৬ষ্ঠ ক্রিকেটার হিসাবে আজ (বুধবার) ৫০তম টেস্ট খেলার কীর্তি গড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মুশফিকুর রহিমের সর্বোচ্চ টেস্ট

এই টেস্টে থাকা মুশফিকুর রহিম বাংলাদেশের জার্সিতে আজ খেলছেন নিজের ৭৫ তম ম্যাচ, যা টাইগারদের পক্ষে সর্বোচ্চ।

বাংলাদেশের হয়ে সর্বাধিক টেস্ট ম্যাচ যারা খেলেছেন

মুশফিকুর রহিম : ৭৫
তামিম ইকবাল : ৬৪
মোহাম্মদ আশরাফুল : ৬১
সাকিব আল হাসান : ৫৮
মাহমুদউল্লাহ রিয়াদ : ৫০
হাবিবুল বাশার : ৫০

অপ্রাতাশিত রেকর্ডে সাইফ হাসান 

জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র দ্বিতীয় বাংলাদেশী হিসেবে আজ ডাক মেরেছেন সাইফ হাসান এর আগে ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছিলেন তৎকালীন টাইগার ওপেনার মেহরাব হোসেন। কাকতালীয় ভাবে এই দুই টাইগার ওপেনারই আউট হয়েছেন ইনিংসের পঞ্চম বলে।

প্রথম ওভারে মুজরাবানির কারিশমা 

টেস্ট ক্যারিয়ারে এখনও পর্যন্ত ৭ ইনিংস বল হাতে ইনিংসের গোড়াপত্তন করেছেন ব্লেসিং মুজরাবানি। যেখানে প্রায় প্রতি ম্যাচেই দলকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন জিম্বাবুয়ের এই পেসার। সেই সাত টেস্ট ইনিংসের প্রথম ওভারে সবমিলিয়ে ১৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন মুজরাবানি। মেইডেন নিয়েছেন তিন ইনিংসের শুরুর ওভারে।

তামিম কে ছাপিয়ে গেছেন মুশফিক 

তামিম ইকবালকে ছাপিয়ে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ খেলা বাংলাদেশী ক্রিকেটার এখন মুশফিকুর রহিম। প্রতিপক্ষর মাঠে আজ নিজের ১২৬ তম আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি।

বিদেশের মাটিতে মুমিনুলের হাজার রান

মাত্র সপ্তম বাংলাদেশী ব্যাটার হিসেবে আজ বিদেশের মাটিতে ১০০০টেস্ট রানের গন্ডি পেরিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

লিটন দাসের ৩০০০ আর্ন্তজাতিক রান 

তিন সংস্করণ মিলিয়ে আর্ন্তজাতিক ক্রিকেটে আজ ৩০০০ রানের মাইলফলক পেরিয়েছেন লিটন কুমার দাস।পাশাপাশি টেস্ট ক্রিকেটে নিজের নবম ফিফটি পাওয়ার দিন লাল বলে ২০০০ বল খেলার পরিসংখ্যান ও পার করেছেন টাইগার উইকেটকিপার ব্যাটসম্যান।

মিরাজের ৫০ তম টেস্ট ইনিংস 

টেস্ট ক্যারিয়ারে আজ নিজের ৫০তম ইনিংস ব্যাট করতে নেমেছিলেন মেহেদী মিরাজ। তবে বিশেষ এই ইনিংস ব্যর্থতার ষোলকলা পূরণ করেছেন তিনি। একদম ডাক মেরে সজোরে ফিরে যান সাজঘরে।

নার্ভাস নাইন্টিনে ফের কাটা লিটন 

টেস্ট ক্রিকেটে আজ ক্যারিয়ার সেরা ৯৫ রানে সাজঘরে ফিরেছেন লিটন কুমার দাস। এই ফরমেটে তার আগের সর্বোচ্চ স্কোর ছিলো ৯৪।