শ্রীলংকা দলে সীমিত ওভারের আবারো নতুন অধিনায়ক!

0
1450
Sri Lanka's Dushmantha Chameera (C) celebrates with teammates after taking the wicket of England's Captain Eoin Morgan during the first one-day international (ODI) between England and Sri Lanka at Riverside Ground, Chester-le-Street, north England on June 29, 2021. - RESTRICTED TO EDITORIAL USE. NO ASSOCIATION WITH DIRECT COMPETITOR OF SPONSOR, PARTNER, OR SUPPLIER OF THE ECB (Photo by Lindsey Parnaby / AFP) / RESTRICTED TO EDITORIAL USE. NO ASSOCIATION WITH DIRECT COMPETITOR OF SPONSOR, PARTNER, OR SUPPLIER OF THE ECB (Photo by LINDSEY PARNABY/AFP via Getty Images)

বাংলাদেশ সফরের আগেই শ্রীলংকা দলের নতুন অধিনায়ক হিসেবে কুশাল পেরেরাকে দায়িত্ব দেয় শ্রীলংকান ক্রিকেট বোর্ড।
হঠাৎ করেই আবার সীমিত অভারের(টি২০,ওয়ানডে) অধিনায়ক পরিবর্তন করছে লংকান বোর্ড।
দাসুন শানাকাকে শ্রীলঙ্কার নতুন সীমিত ওভারের অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে।
পেরেরার নেতৃত্বে তিনটি সিরিজ খেলে সবকয়টি হেরেছে বলেই এমন সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।

দাসুন শানাকা
Sri Lankan batsman Dasun Shanaka plays a shot during their second Twenty20 cricket match with West Indies in Pallekele, Sri Lanka, Friday, March 6, 2020. (AP Photo/Eranga Jayawardena)

যদি শানাকার অধিনায়ক হওয়া নিশ্চিত হয় তবে গত চারবছরের মধ্যে ৬ষ্ঠ অধিনায়ক হবেন তিনি।
দীনেশ চান্দিমাল, এঞ্জেলো ম্যাথুইস, লাসিথ মালিঙ্গা, দিমুথ কারুনাত্নে এবং কুশাল পেরেরা এই ছয়জন লংকা দলের সর্বশেষ অধিনায়ক।

জাতীয় দলের অধিনায়ক হিসেবে শানাকা ২০১৮ সালে পাকিস্তানকে ৩ ম্যাচ টি২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছিলেন।