১৮ বছর পর মেসি ও রামোস ছাড়াই লা লিগা শুরু হচ্ছে আজ

0
974

২০০৩ সালের ফেব্রুয়ারিতে স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে লা লিগা ক্যারিয়ার শুরু করেছিলেন সার্জিও রামোস। পরের বছরের অক্টোবরে স্পেনের শীর্ষ লিগে বার্সার হয়ে অভিষেক হয় লিওনেল মেসির। এরপর কেটে গেছে আরও ১৮ বছর। এতদিন একই লিগে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে দুজন। তবে এবার লা লিগার ইতিহাসের অন্যতম সেরা দুই তারকা ছাড়াই শুরু হচ্ছে প্রতিযোগিতাটি। দুজনই এবার পিএসজিতে একই জার্সিতে খেলবেন।

আজ (শুক্রবার) রাতে ভ্যালেন্সিয়া ও গেতাফের ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে নতুন মৌসুম। পরদিন আলাভেসের মাঠে খেলবে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ। রবিবার মাঠে নামবে অ্যাতলেতিকো ও বার্সেলোনা। সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে চ্যাম্পিয়নরা আর বার্সেলোনা খেলবে ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

নতুন আসরে প্রতিযোগিতার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসিকে হারিয়ে আসরে শুধু বার্সেলোনাই শক্তি হারায়নি, তারকা খেলোয়াড় হারিয়েছে রিয়ালও। কাপ্তান সার্জিও রামোস ছাড়াও লস ব্লাংকোসরদের ছেড়েছেন রক্ষণভাগের আরেক গুরুত্বপূর্ণ ফুটবলার রাফায়েল ভারানে। তাছাড়া, ইঞ্জুরিপ্রবণ দল নিয়েও গেল মৌসুমে জিনেদিন জিদানের অধীনে দুর্দান্ত খেলা রিয়াল মাদ্রিদ এবার কার্লো আনসেলত্তির অধীনে নিজেদের মেলে ধরতে হবে।

একই মৌসুমে শীর্ষ দুই ক্লাবের বড় তারকা হারানোর সুযোগ কাজে লাগাতে হবে অ্যাতলেটিকো মাদ্রিদকে। শিরোপা ধরে রাখার অভিযানে দিয়েগো সিমেওনির দলে এই মৌসুমে যোগ দিয়েছেন কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন সেন্টার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। গেল মৌসুমে অ্যাতলেতিকোর লিগ জয়ে বড় ভূমিকা ছিল লুইজ সুয়ারেজের। ২১ গোল করেছিলেন তিনি। এবার বন্ধু মেসি লা লিগায় না থাকায় সর্বোচ্চ গোলের দৌড়ে এগিয়ে থাকবেন উরুগুইয়ান তারকা।

গেল মৌসুমে পয়েন্ট টেবিলের শেষ তিনে থেকে এবার অবনমন হয় ওয়েস্কা, রিয়াল ভাইয়াদলিদ ও এইবারের তবে লা লিগায় এক মৌসুম পর ফিরেছে এস্পানিওল, মায়োর্কা। এ দুই ক্লাব ছাড়াও এবার লা লিগায় খেলবে রায়ো ভায়োকানো।

এই মৌসুমে লা লিগার প্রথম এল ক্লাসিকো হবে ২৪ অক্টোবর। ন্যু ক্যাম্পে। ফিরতি লেগ আগামী বছরের ২০ মার্চ। গেল মৌসুমেও বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের মানুষ লা লিগা দেখেছে ফেইসবুকে। তবে এবার লা লিগা ফেইসবুকে দেখা যাবে না। দেখতে হবে এমটিভি ইন্ডিয়াতে।